কে বলে গো চিরদিন থাকবো না তোমার পাশে
চোখ বোঝালে দেখবে মোরে তোমার আঁখি পটে
সন্ধ্যা বেলায় প্রদীপ জেলে আরতি করবে যখন
দেখবে আমায় তোমার পাশে দাঁড়িয়ে আছি কখন


সবাই যখন ঘিরে থাকবে তোমার চারিপাশ
দেখবে আমায় তোমার বুকে ফেলছি নিশ্বাস
সবাইকে খেতে দিয়ে খাবে যখন তুমি
দেখবে কখন আমার মুখে খাবার দিচ্ছো তুমি


নিশি রাতে কারোর পাশে থাকবে যখন শুয়ে
তোমার গায়ে হাত বুলিয়ে দেব স্বপ্নে মধুর হয়ে
হঠাত্ যদি ভাঙে ঘুম আমার কথা ভেবে
দেখবে আমি ভাবছি হেথায় তোমার মুখটি চেয়ে


তোমাকে ছেড়ে যাব না আমি যতই কর মানা
সারা জীবন কাঁদব আমি এতো তোমার জানা
একই আকাশের নীচে চাঁদ সূর্য থাকে
তারই মাঝে আলোর মত জলব সবার মাঝে


কে বলে গো চিরদিন থাকবো না তোমার পাশে
চোখ বুঝালে দেখবে মোরে তোমার আঁখি পটে
ভগবানের কাছে নিয়েছি তোমায় আমার হৃদয় দিয়ে
সদা বুকে রাখব তোমায় প্রাণের অশ্রু দিয়ে


তোমার হাতের পরশ দিয়ে রেখো গো আমায়
তোমার আঁচল তলে ঢেকো গো আমায়
এ মন আর চায় না থাকতে তোমার থেকে দূরে
তোমার কথা ভাবব বসে আনমনা হয়ে