ফাল্গুন না ফেব্রুয়ারি
চৈত্র না মার্চ
পৌষ না ডিসেম্বর
ভাবনার দ্বার খুলে দিতে হবে
নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে।


মানুষ যখন দানব রূপে
হানা চালায় প্রতিবাদী বাঙালির বুকে
রক্ত ঝরায় রাজধানীর রাজপথে
ফাল্গুনের আশা মায়ের ভাষা কেড়ে নিতে চায়।
ওরা তো অত্যাচারী জুলুমকারী
এছাড়া কি-অন্য কিছু ভাবতে পারি?


বিশ্ববাসী এটা জানে
বাঙালির মনে প্রাণে
৮ই ফাল্গুন জ্বালায় ভাষার আগুন
তুষানলে আজও জ্বলে
ফেব্রুয়ারির অত্যাচার বর্তমানে সচলে চলে।


শহীদের রক্তে ফাল্গুনের ছবি আঁকা
স্পর্শকাতর ফেব্রুয়ারির প্রবাহে পড়েনা যেন ঢাকা
পিচঢালা রক্ত ফেব্রুয়ারি দিচ্ছে ধুঁয়ে
সচেতন বোদ্ধারা কি দেখবেন বিবেক ছুঁয়ে।


ফেব্রুয়ারি কি বাংলা ভাষা?
এটা কি ছিল শহীদের আশা?
এই কি বিনিময় শহীদ প্রাণের?
প্রশ্ন আজ বাঙালির মনে?