চারপাশে অদ্ভুত অন্ধকার আর আগুনের উন্মাদ চিঠি
মৃত্যু বিভীষিকায় ঘিরে রেখেছে শেখ জাররাহ
শুষ্ক দাহ্য বিস্ফোরকের গন্ধে উত্তাল গাজা উপত্যকা
শুধুই সাম্রাজ্যবাদী অন্ধকার ধেঁয়ে আসে আল আসকায়।


পৈশাচিক নির্মমতায় দাঁড়িয়ে নিশ্চুপ বিশ্ব বিবেকের গ্রন্থাগার
মানবিকতা দুমড়ে মুছড়ে ফেলে বোম আর বুলেট
জাগ্রত জনপদ উড়িয়ে দেয় পারমাণবিক এফ-৩৫


আহ্!জন্মাধিকার মানবাধিকার ও জাতিসংঘ
পূর্ণভূমির চশমা পরা শাসকগোষ্ঠির প্রধানবর্গ
খুন! যদি হয় মাতার সন্মুখে সন্তানকে
খুন! যদি হয় বোনের সম্মুখে ভাইকে
খুন! যদি হয় স্বামীর সম্মুখে স্ত্রীকে
তোমারা কি বলে সংজ্ঞায়ীত করবে একে-
প্রতিরক্ষা নাকি নিশ্চিহ্ন করার নীলনকশা?


রক্তাক্ত নগরীতে সাম্প্রদায়িক উল্লাসের নিবিড় চাষাবাদ
নাবালক শিশু সন্তানদের সারি সারি লাশের পাহাড়
উন্মাদ সামরিক ধ্বংসযজ্ঞে সূর্যের কালো ছায়া
অনলদগ্ধ নির্মম গণহত্যার অনির্বাণ মহাশ্মশান
সামরিক জান্তাদের বুটে পিষ্ট হওয়া সভ্যতার প্রচ্ছদ
মৃত বাঘের ন্যায় শুধুই কি মেনে নিতে হবে?


নাকি আমাদের অভিধানে কোন শব্দ নেই শুধুই -
জ্বলন্ত দীর্ঘশ্বাস শ্বাসরুদ্ধ চোখের অশ্রু লাভা
হৃদপিন্ড চিড়ে এলকোহল ছিটানোর নিরব যন্ত্রণা।
আবাবিল পাখির জাগাকে অভিধানে জায়গা দেওয়া যায় না?