অভিযোগের ডাষ্টবিন থেকে কেউ তুলে নিল না
বেনারসির আঁচলে অথবা মৃত্যুর লুকানো নাম প্রেমে
প্রণয়ের পুষ্পবৃষ্টির জমকালো সজ্জার অন্ধকারে অথবা
পিপাসিত জোৎস্নার মুক্ত মঞ্চের অন্দর মহলে।


দুঃখের উর্বর শ্রাবণে ভিজে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে
নিকোটিনের ফায়ারিং স্কোয়ার্ডে দিনরাত দাড়িয়ে থেকেছি
অসহ্য যন্ত্রনায় ছটফট করেছে ফুসফুসের প্রতিটি কোষ
তবুও কোন বুক আমাকে জড়িয়ে নেয়নি ভালোবাসায়।


কোন চোখ আমাকে ভিজিয়ে দেয়নি প্রেম বৃষ্টিতে
যে রকম ভিজে থাকে বর্ষার বকুল ফুল গুলো
কদম গন্ধের ঘ্রানে ভিজে থাকে আষাঢের বাতাস
এভাবে কেউ আমাকে ভিজিয়ে দেয়নি ভালবাসায়।


নিউটনের তৃতীয় সূত্রটি ভালোবাসায় প্রয়োগ করেছি
চুম্বকের বিপরীত মেরুর মত বিকর্ষন করেছে মধ্যদুপুরে
ঘার্মাক্ত যৌবনের লোনা গন্ধও আমায় ভালোবাসেনি
তুলে নেয় নি প্রেম আর পুড়নো বিশ্বাসে।


ফরমালিনের রৌদ্দুর আমাকে পুড়িয়েছে শুদ্ধতার পরিচয়ে
বিশুদ্ধ অক্সিজেনের নামে দিয়েছে মিথেনের সরবরাহ
অস্তিত্বের আদি ত্বকে ছুড়েছে বিষাক্ত দগ্ধ এসিড
তবুও খুঁজেছি এক ফোঁটা বিশুদ্ধ প্রেম আর বিশ্বাস
কেউ আমাকে জড়িয়ে নেয় নি রংধনুর রঙে
বিশ্বাসের ডিসপেনন্সারিতে স্বপ্নহীন ভালোবাসায়।