রক্ত পোড়ার গন্ধ ভেসে আসছে উদ্যানে
হাহাকার ধ্বনি লজ্জায় ঘরে ফিরে যায়।
এক নদী হেমলোক নোনতা স্বাদযুক্ত
তিমির পক্ষ ঝাপসা সমীকরণ জ্বলন্ত দীর্ঘশ্বাস।
নিরব ফাল্গুন মাঘের সন্ন্যাসী বিদিশার নিশা
সবুজের অভিযান বঞ্চিত জনগণ আষাঢ়ে গগন।


উন্নয়নের অপ্রতিরোধ্য যাত্রায় বিষাক্ত দুর্নীতির ছোঁবল
শ্বাসরোধের নিখোঁজ লাশ জ্বলন্ত মশালের ন্যায় জ্বলছে
এত যন্ত্রণা যা মৃত্যুকে হার মানায়
তখন অচেনা লাগে স্বাধীনতা আর লাল সবুজ।


জ্বলে উঠে বিস্ফোরক বারুদের শুষ্ক দাহ্য মাটি
আহত যমুনা গেরিলা ছন্দে আটক স্বপ্ন।
শীতের মাঝে মর্গের বরফ গলছে তবু  লোডশেডিং
হাতে পায়ে পেরেক স্বার্থ শিবিরে বন্দি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।


মধ্য দুপুরে স্বাধীনতার রক্তবমি মুক্ত অবাধ দুর্নীতি
উন্নয়নের গলা টিপে ধরে নিষিদ্ধ স্বার্থ বিধান।
দাসত্বের মুখ মুছে ফেলে স্বৈরাচারী পেপার টাওয়েলে
তখন অচেনা লাগে স্বাধীনতা আর লাল সবুজ।


দূর্নীতির এসিডে ঝলসে যাচ্ছে আমার স্বাধীনতা
ভুলে যাচ্ছি ধর্ষিতা জননীর কাতর চিৎকার,
মৃত্যুর নগ্ন নৃত্য নিষিদ্ধ আঁধার জননীর লজ্জার ফসল
বাতাসে পঁচা লাশের গন্ধ আর ভাইয়ের লাশ ভক্ষক হায়নাকে
রক্তের কাফনে মোড়া প্রিয় স্বাধীনতা পুড়ছে
যা পুড়ছে তা আমারি পুড়ছে তাই গন্ধ পাচ্ছি।