কিছু দুঃখরা গাঙচিলের ডানায় উড়ে যাও
প্রেমিকা কুড়িয়ে যাও অভুক্ত হৃদপিণ্ডে কঙ্কাল
বিলাসী শ্মশানে মাটিতে পুঁতে দাও স্মৃতির স্নায়ু
মকমল কাপড়ের দাম বৃদ্ধিতে মায়ের কাপড়ে-
আমাকে বিদায় দাও সারহীন কবরের এক কোণে।


নিলামে তুলো রক্তে লেখা অর্ধ জীবনের পান্ডুলিপিটা
প্রেমিকের চোখের বিন্দু বিন্দু অশ্রুর নির্মল সচ্ছলতা
বুক পকেটে থাকা প্রেমিকার চোখের কাজলের কৌটা
সাধ্যহীন স্বপ্নে বুনা অসমাপ্ত এক নীলাদ্র নকশীকাঁথা
অবসরহীন অক্লান্ত পরিশ্রমে স্মরণে থাকা ভালোবাসা।


ভিষণ আহত আর ফ্যাকাশে সময়ের গতিপথ
সহস্র চন্দন পুড়ে গেছে কল্প রচিত সরলতার বনায়নের
রাসায়নিক সারে ঝলসে গেছে প্রেমিকের কোমল ত্বক
কবিতা কে মৃত ঘোষণা করেছে নগরের রাজপথ
কিছু দুঃখরা অক্লান্ত পরিশ্রমে রোজ উড়ে যাও
অসভ্য নগরায়নের বিষফোঁড়ায় প্রণয় তীর্থ বানাও।