ভদ্রতা যখন দূর্বলতার প্রতীক হয়
তখন অসভ্যতাই সভ্যতার শ্লোগান।
অর্ধনগ্ন পোষাক অশ্লীল কথোপকথন
নিবর বয়োজ্যেষ্ঠ আলোর পরিহিত স্নানগ্লাস
অবাক জনতার শব্দ বিমূঢ় জনসভায়
ক্লান্তির তৃপ্তি ঢেকুরে ব্যস্ত গাড়ল বুদ্ধিজীবী।


ডাকপিয়ন হীন পোস্ট অফিস,বল্লম হীন রানার
ভাঙা চালে স্কুল, ভেজা বেঞ্চ চরম বর্ষাকাল।
শোষিত কৃষক ভুলিতে আকুল প্রিয় শৈশব
পরাধীনতার মাঝে স্বাধীনতার হয় নব নব উৎসব।


মৃত্যুর পূর্বে অগণিত মৃত্যু গন গোরস্থান
রক্ষাশালায় বস্ত্রহরণ নিশ্চুপ জাগরণ।
গর্জে ওঠে দল মাদল অপরাজেয় গ্রামাঞ্চল
ঘুমন্ত আজ স্বাধীন দেশে বুদ্ধিজীবী গাড়ল।


আদিবাসী গ্রাম,সংস্কারের ভাঙ্গা মিনার
অতল সমুদ্রসীমা, প্রবাল দ্বীপের চূড়া
ভেজা গাঙচিল, অপরিচিত শীতল অনুভব
অসীম কুয়াশা ব্যর্থ জীর্ণ  পৃথিবী
যতটা আলো ছড়ায় চৈত্রের খরা রোদ
আর যতটা অন্ধকার হয় অম্যাবসায়
ততসম জুড়ে ছড়িয়ে আছে কিং স্টারের ধোঁয়া
গোধূলির রক্তিম আভা তখন ফেকাসে লাগে।


স্বচ্ছ দুর্নীতির চাপে থমকে দাঁড়ায় অগ্রগতি
খাঁচার ভিতর রক্তাক্ত  স্বাধীনতা এত উন্নতি।
অর্থবলে সামাজিক মূল্য,শক্তির অপব্যবহার
মূর্খের বিচারশালার এবার হোক সংস্কার।


ত্রাস অভদ্রতায় নিরব শিক্ষক কেরানী
ক্ষুধায় পুড়ছে নাড়ী,বন্ধ খাদ্যদপ্তরের গাড়ি
স্মৃতির গন্ধে ভরপুর রক্তে প্লাবিত সোনার উদ্যান
শুভ উৎসবে উজ্জ্বল হোক মঙ্গল অভিযান।