বসন্তও আজ বিশুদ্ধ তৃষ্ণায়  কাতর
মৌসুমী মৌমাছিদের আনাগোনাও বেশ বেড়েছে
ভুল আদরের ক্ষতে ভরে উঠেছে ধ্রুপদীর আকাশ
ভেঙে গেছে ভালোবাসা;স্বপ্নের নিখুঁত কারুকাজ।


যদিও আমি শর্তহীন আমার হাত দু'টো
গচ্ছিত রাখতে চেয়েছিলাম তোমার লাজুক হাতে
কিন্তু আঙুল দিয়ে আঙুল ছুঁয়েছিলাম বলেই
আজ আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীদের একজন।


নীল সংবাদে কাজলের নিবর প্রতিবাদ
এই শহরে আর হবে না ভালোবাসার সংলাপ
অভিযোগ নেই হে প্রিয় তিলোত্তমা
কোন মিছিলেই আর আমাদের দেখা হবে না।


হে প্রিয় তিলোত্তমা
প্রণয় অস্ত্র সমর্পণে দাবী নিয়ে এসো না
আবার যখন যুদ্ধ হবে অলি আর ফুলে ফুলে
সকল দুঃখ বিকিয়ে দিব স্বাধীনতা ফিরে পেলে।