আমি এ শহরের প্রান্তিক চাষী
নগরায়ন ও শিল্পায়নের উন্নতির স্রোতধারায়
আমি হারিয়েছি সবুজ শ্যামল মাঠ
হিমেল হাওয়া সবুজ সোনালী ধান
পাখিদের কলরব,উন্মুক্ত নীলাকাশ
কাশফুল মাটির ঘ্রাণ আর ভোরের দোয়েল।


মিষ্টি রোদের চিকচিক শিশির ভেজা ঘাসফুল
খেজুরের রস মধুর ঘ্রাণ কুয়াশার অভিযান।
সরষে ফুলের গন্ধে মাখা হলুদ সারা মাঠ
এখন এসব শুধুই স্মৃতি লোকালয়ের হাঠ।


শ্যামল মাঠে বিশাল দালান ইট পাথরের ঘর
ভোরের দোয়েল নাই এখানে কাক ভেজা ভোর
শিশির ভেজা সোনালী ধান হীরার চেয়ে দামী
পোড়া মাটির গন্ধে শহর হয়েছে নামী।
সরষে ফুলের হলদে মাঠ সোনালী ধানের ক্ষেত
রূপকথার গল্প এখন শীতে বৃষ্টি মেঘ।