অন্ধ পুরোহিতের দেয়া পূজায় বুনো বসন্তে
পঁচা মগজের মলিন মলাটের খোলা জালানায়
আশ্রিত নাবালক ছত্রাক ছাতার বেষ্টনীতে
ভালোবাসার হৃদয় বিদায়ক স্মৃতির এ্যালবামে
দক্ষিণা জালানায় শিশ দেয় একাকিত্বের হাহাকার
নিস্তব্ধতার চুম্বনে অপ্রকৃস্থ হয় স্বপ্নীল প্রেম।
স্বশব্দে হেসে উঠে হ্যান্ডসাম আবেগোদ্দীপক অনুচ্ছেদ
শূন্যতার নৃত্যে সম্মোহিত হয় চিরচেনা আবেগ।


হাঁপিয়ে ওঠে বিদ্রোহী বিপ্লবে আপন অস্তিত্ব
গৌরিক জনপদ,গাঁয়ের বনাঞ্চল আর স্মৃতির কাঠবিড়ালি
একাকিত্বের জ্যামেতিক গ্রাফে আচমকা ভিড় করে
পুড়ানো ছেঁড়া চিঠি, ইলেক্ট্রিক বার্তা বিষন্ন আলো
মৃত্যুর মত অন্ধকার আর এলোমেলো অপেক্ষার প্রহর।
শুরু হয় ইন্টারনেট টানা-পোড়েন,জ্বলে নিকোটিনহীন সিগারেট
স্মৃতির শরীরে চিমটি কাটে হলদে অধরা চাঁদ
সুত্রহীন বির্বণ দিনে হাড়িয়ে যায় জীবনের ধারাপাত।


তারিখঃ১৯/০১/২১ইং
মির্জাপুর,ময়মনসিংহ