হে মানব গাও সাম্যের গান
মানুষের মাঝে রহিয়াছে ছাড়ায়ে মহা মহীয়ান
কারে তুমি কর হেলা কর অপমান
হৃদয়ে হয়ত দিবা নিশি তার ঈশ্বর বিরাজমান।
তোমার দ্বারে মুক্তির বানী নিয়ে এসেছে সে হয়ত
শোননি তুমি তাহার বানী হয়েছ রিক্ত।


হয়ত সে মহা-মানব না হয় পথ ভিখারী
তোমার স্রষ্টার সৃষ্টিই সে
একই ঘাটে বাইছে জীবন তরী।
তুমি ও দয়ার কাণ্ডারী ভুবনে সেও কাণ্ডারী
তবে কেন কর হেলা মার বুকে ছুঁড়ি।


তুমি যাকে ঈশ্বর জান সেও তাকে জানে
তবে কেন তোমার কটু কথা
তার বক্ষে আঘাত হানে।
তার দুঃখে কি কর হাস হে মানব পথচারী
তারি বেদনায় ঈশ্বরের আসন কাঁপে থরথরি।