আমার বিষন্ন শ্রী মিষ্টি রোদের হাসি
অভিমানের খেয়ায় বসে বাজাবে মোহন বাঁশি।
দিনগুলো উল্টাপাল্টা দুঃস্বপ্নের দালান কোঠা
হাসির আগুনে ঘিরে রাখবে হলদে পাখিটা।


আগুন দিবে রংমশালে মন খারাপের বৃষ্টি হলে
দক্ষিণের ভেজানো কপাট হবে স্মৃতির প্রভাত।
হৃদয়ের ঋণ  বেদনার নিরব কুটিরে শর্তবিহীন হাত
তিতাসের বুকে লুকিয়ে থাকবে এইতো অজুহাত।


আজকাল আর এমন হয় না কৃপণ ভালোবাসা
উল্টে দিকের ফুটপাত ধরে চলে তারপর ভুলে যায়।
কাব্য দিঘির মেয়ে অবিরাম বয়ে চলে
কনসেন্ট্রেশন ক্যাম্পে ভালোবাসার স্তব্ধ মিছিলে।


সে মিছিলে আমাদের দেখা না
হে শ্রী শুনছ ভালোবাসার স্লোগান
অস্তিত্বের প্রগাঢ় আহব্বান যাযাবর জীবনের গান।
প্রতিবাদ মুখর রাস্তায় বিশ্বাস দু'হাত বাড়ায়
অপলক তাকিয়ে থাকে মারাত্মক দুঃসময়।
সংগোপনে নিবে ডেকে নিরাপদ আশ্রমে
তীমিরে সাজাবে দু'জনে ভালোবাসার প্রলোভনে।


বিষন্ন শ্রী রাজপথে এসো রক্তকরবী মধুস্রোতে
ভালোবাসার টানে শৈশব,কৈশোর অথবা যৌবনে
কথা হবে মিছিলে স্লোগানে স্লোগানে
ভালোবাসার চিঠি পড়ে নিও নির্জনে।