এমনিতেই আমি জ্বলে পুড়ে খাঁক হয়ে গেছি নিশিথের অন্ধকারে-
দাবানলের অভ্যন্তরে- আবাসস্থল হাহাকারে।


এমনিতেই তীব্র তাপদাহে ভুগছে শিরা উপশিরা,
এমনিতেই ক্ষিপ্ত অপবাদে হয়েছে আক্রান্ত হৃদঘোড়া।
পুড়ে পুড়ে খাঁক-
মরা পাতার ন্যায়
ভূষন হাহাকারে।


এমনিতেই আমি ক্লান্ত-
শ্রান্ত-পরিশ্রান্ত।
এমনিতেই আমি ক্লান্ত-
জ্বলে পুড়ে তীব্র তাপদাহে।
এমনিতেই আমি ক্লান্ত-
শ্রান্ত-পরিশ্রান্ত
দৌড়াতে দৌড়াতে,
ঘূর্ণিপাকে
ঘুরতে ঘুরতে
কিই বা থাকলো বাঁকি
অবশেষে।


এমনিতেই কিছু নেই আমার,ধুঁকে ধুঁকে মরছি জরায়।
আমাকে জ্বালাস না,প্লিজ! এ বিবর্ণ ধূসর খরায়।


উত্সর্গ: পেট্রোল বোমার আগুনে পুড়ে যাওয়া সব ভুক্তভোগীদের প্রতি।