অনেক রাতে পেঁচা জাতীয় কোনো পাখির চিৎকার জন্মের পর থেকে শুনতে শুনতে ধরে নিয়েছি এটা স্বাভাবিক ঘটনা।


বরং কোনো মধ্যরাতে,
যখন ঘুম ভেঙে গ্রাম্য মেয়ে কলপাড়ে যায়।
তখন পেঁচার চিৎকার ঠিক চিৎকার বলে মনে হয় না।
কেমন জানি প্রেম প্রেম লাগে।


মধ্যদুপুরে মেডিক্যাল হাসপাতাল চত্বরে থাকা
পেশাদার কাকপালের কা কা আওয়াজ এক স্বাভাবিক ঘটনা।
বরং কা কা আওয়াজের পরক্ষণে কোনো মৃত কবিতার মুখ দেখলে
কা কা আওয়াজ কে আর চিৎকার বলে মনে হয় না।
কেমন জানি প্রেম প্রেম লাগে।
প্রিয়তম কিংবা প্রিয়তমার মৃত্যুর খবর
কাক জেনে যায় আমাদের আগে,
বস্তুত প্রেমের কারণে।


জিজ্ঞাসাবাদের সেলে আঘাতপ্রাপ্ত অপরাধীর কান্না
এক স্বাভাবিক ঘটনা।
বরং যখন কান্নার মাঝে লুকিয়ে থাকে সূক্ষ্ণ হাসির আওয়াজ, থাকে বিপ্লবের সূক্ষ্ণ সংস্থান।
তখন কান্না, চিৎকারকে আর চিৎকার মনে হয় না।
কেমন জানি প্রেম প্রেম মনে হয়।
একটা আত্মা, এক দেহ কিভাবে চেপ্টে থাকতে পারে একটা মতবাদের সাথে।
দেখতে হয়, দেখে বিশ্বাস করতে হয়।
মাঝে মাঝে সব বিশ্বাস অবিশ্বাসকে স্বাভাবিক মনে হয় না।