-আচ্ছা, তুমি কেন আমাকে বিরক্ত করো না?
-যদি তুমি হারিয়ে যাও, সেই ভয়ে।
-আচ্ছা, তুমি আমাকে উল্কা পতন দেখাতে নিয়ে যাও কেন?
-এটা আমাদের সংস্কৃতি বলে।
-আচ্ছা,তুমি ভোর বেলা ঘুম ভাঙতে বলো কেন?
-সৃষ্টিকর্তার প্রশংসার উপযুক্ত সময় তো তখনি।
-আচ্ছা,তুমি কাছে আছো তো!
-কেন আমিও তোমার কাছেই আছি। তুমি তো একা মরনি। আমিও মরেছি তোমারি সাথে একি ফুল বিছানাতে।
-তাহলে, আমাদের কি কোনো অস্তিত্ব নেই।
-গোটা জগতে সৃষ্টিকর্তা ছাড়া আর কারো অস্তিত্ব তো খুঁজে পেলুম না।
-আচ্ছা, তুমি কি আবার শ্রীলঙ্কার সেই পাহাড়ে? আর আমি মধ্যপ্রাচ্যে।
-কেন? যেখানে আছি ভালো আছি।
আমাদের আর মৃত্যু নেই।
মৃত্যু এখন ভুল বুঝে ফুল হয়ে
ফুটেছে অনন্ত বরফ বীথিতে।
আর এই আদিম আমি
খোলা চোখে তোমাকে দেখতে পাইনা।
তুমি যে হাওয়া হলে!
অনুভব করি তোমায় প্রতি মুহূর্ত্বে।
এমন কি রোজ প্রভাতে।