আমাকে দূরের কোনো দ্বীপে রেখে আসো
এ ব-দ্বীপ থেকে অনেক দূরে
হতে পারে আন্দামান নিকোবরের কারাগার।
বানাতে পারো দেশদ্রোহী রাজাকার।
তবুও আমাকে পাগলাগারদে বন্দী করো না।
আমি পাগল নই।
আমি পাগল নই।
আমি পাগল নই।
আমি পাগল নই
শোনার পরে তোমরা সিদ্ধান্ত নিলে
এঁ সত্যিই পাগল হয়ে গেছে।
এঁ কে পাগলা গারদে বন্দী করো।
তোমাদের পোষা সিভিল সোসাইটির জারজ রা কলামে কলামে লিখতে থাকলো আমার পাগল হবার গাল গল্প।
টক শো, টিভি তে আমার পাগলামি র পক্ষে বিপক্ষে শুয়োরের বাচ্চা দের মতো গালি গালাজ, চিতকার চেঁচামেচি করতে লাগলো।
সিভিল সোসাইটির এমন চোদনামো দেখে আমি এখন সত্যিই পাগল প্রায়।
তোমরা প্রয়োজন শেষে আজীবন পাগল সম্মাননা দিয়ে ছেড়ে দিলে রাস্তায়।
সারা দিন খিস্তি খেওর করি।
বাল ছাল পড়ি।
ছালা বিছে শুয়ে থাকি বস্তা গায়ে।
তবুও তোমরা গুলিস্তানের এই পাগলকে আর চিনতে পারো না।
তোমাদের কালো গাড়ির নীল আলোতে আমি আর ধরা পড়ি না।