ও, নিজেকে নিয়েই ভাবছো?
করছো স্বীয় ধান্দা!
নিজের স্বার্থ অটুট রেখে
করছো পরের নিন্দা।


ভুলপথের পথিক তুমি,
করছো মিথ্যা বড়াই।
সত্যপথের পথিক আমি,
করবে না কি লড়াই?


সময় থাকতে শুধরাও তুমি,
তাওহীদের পথে এসো।
তাওবা পড়ে প্রতি ভোরে
সেজদা করতে বসো।


কেঁদে কেঁদে চাও ক্ষমা,
নম্র মনপ্রাণ।
করবেন দয়া, খোদা তায়ালা,
তিনি ক্ষমাবান।


তাই,
তাওবা করো, তাওবা করো।
থাকতে সময়, তাওবা করো।
সঠিক পথে চলা শুরু করো।
তাওবা করো, তাওবা করো।