পাতার পর পাতা শুধুই নষ্ট হয়ে যায়,
আমি পদ্যের পর পদ্য লিখে যাই।
রাতের পর রাত কেটে যায়,
আমি স্বপ্নের পর স্বপ্ন দেখে যাই।


প্রতিদিনই সকাল আসে,ভোর কেটে যায়,
আমি নিত্য নতুন সূর্য দেখে যাই।
প্রতি রাতেই জোনাক জ্বলে,সন্ধ্যা নেমে যায়,
আমি স্বপ্নের পর স্বপ্ন দেখে যাই।


আমি আঁকি,আমি লিখি,কেউ গান গেয়ে যায়,
আমি ইচ্ছে করে একা একা একাই কেঁদে যাই।
আমি দেখি,আমি ভাবি,কেউ হেঁটেই চলে যায়,
আমি হঠাৎ করে চমকে উঠে থমকে দাঁড়াই।


আমি পুড়ি,আমি মরি,কেউ একাই পুড়ে যায়,
আমি পুড়তে পুড়তে নতুন বাঁচার স্বপ্ন দেখে যাই।
আমি ভাসি,আমি ডুবি,কেউ ইচ্ছে করে একাই ডুবে যায়,
আমি ডুবতে ডুবতে হাতটি ধরে ভেসে উঠতে চাই।