বেড়ে যাচ্ছে শরীরের ওজন, ঝুলে পড়ছে চামড়া
পোকা খাওয়া দাত বার বার ঘোষণা করে বাকি আছে মাত্র কটা রাত
চোখের লেন্সে ঝাপসা হচ্ছে পৃথিবীর রূপ, যৌবন
পাক ধরা চুলে মাঝখানে টাকের আলামত
জীবন থেকে হারিয়ে যাচ্ছে এক একটি দিন, এক একটি  মাস,  এক একটি  বছর
তবুওতো বসে নেই নফস
নতুন নতুন আশা আর আসবাবে সাজায় তার স্বপ্নের পৃথিবী
বানাবে পৃথিবীতে অণুপম এক বেহেশত সাদ্দাদের মত
সে যেন যাবেনা এ দুনিয়া ছেড়ে,  পরকালে হবেনা বিচার।
কত দিন কত মানুষ যাচ্ছে পৃথিবী ছেড়ে
নিজেরই আশেপাশে চাচা, ভাইস্তা, ভাই কত শত লোক।
বয়সের বেড়া ডিঙ্গিয়ে হারিয়ে গেল কিশোর  হালিম ফুসফুস ক্যান্সারে
জ্বলন্ত যৌবনে চলে গেল বুয়েটের মেধাবী হারুন স্টোকে।
তবুও নফস ভাবে আমি অমর, বেচে থাকবো হাজারো বছর।
কবরের অন্ধকার,  পোকামাকরের দংশন; হাশরের সওয়াল-জওয়াব কিছুই পারেনা তাকে আটকাতে লোভাতুর সাম্রাজ্যের স্বপ্ন দেখতে।