ঈদ নাকি আনন্দ,  ঈদ নাকি খুশি
ঈদের আনন্দ করি মিলিমিশি।
ঈদের দিনে নাকি ভেদাভেদ নাই
ফিলিস্তিনে কেন তবে ঘর পোড়া ছাই?


পুজো, কিংবা, বড়দিনে সবাইতো বলি
ভেদাভেদ ভুলে চল কোলাকুলি করি।
করোনার এই ঈদে তবে কেন ভক্ত
আকসার পাক বুকে শিশুদের রক্ত?
কেন গাজার কুড়ে ঘরে পা কাটা লাশ?
শিশুদের আহাজারিতে ভারি যে বাতাস।
কারও এক চোখ গেছে,  কারও গেছে পা
বোমারই আঘাতে পুড়েছে মাথা।


কোথায় আজ আ্যামেরিকা,  কোথা আজ ফ্রান্স?
তলা ফাটা ন্যাটো কোথা, কোথা সিএনএন?
ওআইসি বসে কেন, শুয়ে জাতিসংঘ?
ইসরাইল ইস্যুতে আইসিজে বন্ধ?


রোহিঙ্গা, উইঘুর আর গাজাবাসি
ধুকে ধুকে মরে যায়,  এটা কি নিয়তি?
আফগান, ইরাকে সন্ত্রাসী তাড়িয়ে
ইসরাইল ই্স্যুতে চুপ কেন দাড়িয়ে?
কোথা থাক আমেরিকা কার তুমি সঙ্গী?
আমারতো মনে হয় তুমিই বড় জঙ্গি!


সারা বিশ্বের মুসলমান দোষী মোরাও কম নই
ধনী দেশের পা চেটে জিহ্বায় দম নেই।
ছোট ছোট মাসালায় দলাদলি করে শেষ
ফিলিস্তিন ইস্যুতে মুখ বন্ধ থাকে বেশ!
যুদ্ধের দামামা আমি তবে চাই না
এমনও বেহাল দিনে নিন্দাও কম না।


সব দেশ,  সব জাতি, সব জাতিসংঘ
মিলে মিশে বন্ধ করবো নিঠুর এই দ্বন্দ্ব।
মানবিক মানবতা ফির জেগে উঠবে
অন্তরের পশুত্ব লাথি খেয়ে হঠবে।