ভয়ে কেপে ওঠে মহাকবি আলাওল, কপালে চিন্তার ভাজ
স্ত্রী, সন্তানদের লুকিয়ে  রেখেছে ঘরের এক কোনে বন্দি করে
এসেছে নির্বাচন,  চারিদিকে ঝনঝনানি অস্ত্রের
রাজা কিংবা বিদ্রোহী দল সবার হাতে বড় বড় তলোয়ার
যেন ধর্ম করবে উদ্ধার নিজ হাতে দিয়ে বলি সহস্র মানুষ পরিবর্তে পাঠার।
কেউবা আবার ছোট বড় বন্দুক হাতে দেয় মহড়া
বলে এ রাস্তা দেবনাকো ছেড়ে; কোন বেজন্মা নর্দমার পাবেনাকো পাত্তা এই পবিত্র পূণ্যভূমি
এই করে করে সেদিনোতো হল বুক খালি, শতাধিক মায়ের কোলে সন্তানের নিথর দেহ।
চোখের পানি শুকিয়ে গেছে,  সেখানে শুধু বিষ্ময়,  এও কি সম্ভব, শতাধিক মানুষ মরে গ্রাম মহল্লায় নির্বাচনে।
নির্বাচনে মাংস রেধে,  পান শুপারি চিবোতে চিবোতে আলাওল যায়নি সেথা
যেখানে ছিলো রাজা আর বিদ্রোহীর দল ঘাপটি মেরে।  
আলাওল শুধু পালিয়ে বেড়ায় সন্তান,  স্ত্রী নিয়ে এগাও হতে ওগাও
আসছে আবার নির্বাচন,  প্রতিটি গ্রামে,  প্রতিটি পাড়ায় জমদুতের আনাগোনা দেখে আলাওল দুচোখ বুজে
ভয়ঙ্কর এক বাগাওয়াত।।
স্ত্রী, সন্তান নিয়ে আলাওল হয় গুহাবাসি,  গর্তচারী
উদ্ভট আদিম জীবন।  
তবুও শান্তি এখানে নেই নির্বাচন।
তবু শতবার ছ্যাত করে ওঠে বুক এইবুঝি অফুরন্ত রুধীর ধারা ভাসিয়ে নিয়ে যায় সব শান্তি,
হানা দেয় হায়েনার দল সুযোগ বুঝে এইতো সময়, "করি তছনছ ঐক্য, ধ্বংস করি কোমল সত্য হৃদয়।"
তবু আলাওল স্বপ্ন দেখে আবার আগের মত আনন্দ,  উৎসবে হবে নির্বাচন।  
আসুকনা রাজা নতুন বা পুরাতন  শান্তির বার্তা নিয়ে
পৃথিবী বাচানোর শপথ নিয়ে গড়ুক রাজ্য
আসুক সমৃদ্ধি সকল মানুষ
আর যেন নাহয় খালি মায়ের বুক একটি গোলা দুম করে ফুটে হৃদয়খানি নালুটোয় ধুলোয়
জাতির মস্তিষ্ক না ছিটকে পড়ে বন্দুকের একটি গুলিতে রাস্তা ক্যানভাসে।