তুমি নাহয় রং মেখে দাও রংতুলিতে আমি শুধু আঁকি আলাপন
তুমি নাহয় চোখ মুছে দাও অশ্রুগুলো পালাক দুরে
চোখে নামুক নতুন স্বপন নতুন করে দিন বদলের
আমার আধারগুলো বেজায় কালো যায়না দেখা কিছু
আমার রাত্রিগুলো অনেক খারাপ ছাড়ছেনাকো পিছু
তুমি নাহয় আলো হয়ে আধার কাটাও, ঘুমটি হয়ে বিষাদ মেটাও।
তুমি নাহয় কান্নাগুলো গান হয়ে যাও,দুঃখগুলো সুখে নাচুক তাধীন তাধীন
আমার হৃদয়খানি মরুভূমির দাবদাহে সঙ্গপনে জ্বলছে যেন খরার দিনে তপ্ত রোদে শুকিয়ে যাওয়া ফুটিফাটা জমিন যেমন
তুমি নাহয় হৃদয় মাঝে বৃষ্টি হয়ে ভর দুপুরে তপ্ত রোদের কান্না থামাও
তুমি নাহয় বাতাস হয়ে পুড়ে যাওয়া হৃদয় মাঝে জ্বলতে থাকা আগুন নিভাও
তুমি নাহয় রং মেখে দাও রংতুলিতে আমি শুধু আঁকি আলাপন
তুমি নাহয় চোখ মুছে দাও অশ্রুগুলো পালাক দুরে
চোখে নামুক নতুন স্বপন নতুন করে দিন বদলের।।