জল্লাদ বদরুল ভালোবাসা কারে কয় জানিস
খাদিজাকে কোপানোর নাম ভালোবাসা নয়
সিমার মুখে এসিড ছুরে মারার নাম ভালোবাসা নয়
সৃষ্টিকর্তার কাছে ভালবাসার মানুষটির সুখের জন্য দোয়া করার নাম ভালোবাসা।
তার চোখে এক ফোঁটা পানিও না আসতে দেয়ার নাম ভালোবাসা
মনের মানুষটির কাছে কষ্ট পেলে শুধু নিরবে অশ্রু ফেলার নাম ভালোবাসা
তার মুখে ফোড়া উঠলে, অল্প জ্বর এলে
তার জন্য উপোষ রাখা, রোযা রাখার নাম ভালোবাসা।
ওরে ও নৃশংস হায়েনা ভালোবাসা শিখতে চাস কবির কাছে আসিস
কবিতার পরতে পরতে প্রিয়তমাকে নিয়ে লেখার ভালোবাসা শেখাবো
ভালোবাসা শিখতে চাস মায়ের কাছে আসিস
প্রসব বেদনার কষ্ট দিয়ে ভালোবাসা শেখাবো
ভালোবাসা শিখতে চাস ফুলের কাছে আসিস
পরার্থে নিজেকে বিলীন করে দেয়ার ভালোবাসা শেখাবো
কুলির কাছে ভালোবাসা শিখে আসিস
সারাদিন কষ্ট করে, সন্ধ্যায় ছেলের মুখে ভাত তুলে খাওয়ানোর ভালোবাসা শেখাবো
ভালোবাসা শিখতে চাস তাজমহল দেখে আসিস
মোনালিসা দেখে আসিস,
রমনা পার্কে দেখে আসিস ষাট বছরের বৃদ্ধ রোকনকে
যে পঁয়ত্রিশ বছর ধরে অপেক্ষা করছে, সে আসবে বলে
তা না হলে আমার কাছে আসিস
শত ব্যথা বুকে নিয়ে দাত বের করে হেসে হেসে
মানুষকে ভালোবাসার, সুখে রাখার ভালোবাসা শেখাবো।