পাশাপাশি দুই দেশ
দুর্গাপুর আর হাজিকলনি
মিলেমিশে ছিল বেশ
দু দেশের মানুষে মানুষে
কত প্রেম ভালবাসা
একে অপরের দুঃখ কষ্টে
শুনাত আশার কথা
হঠাত করিয়া একদিন হায়
দুর্গাপুরের নেতা
হুকা খাওয়া নিয়া হাজিকলনির
নেতারে দিল খোটা।
হুকায় আগুন কে আগে দিবে
এই নিয়া মারামারি
লংকা কান্ড হইয়া গেল
শ্বশান হইল বাড়ি
সামান্য এক হুকার আগুনে
গ্রামের পর গ্রাম পোড়ে
স্বার্থবাদি আর স্বার্থপরেরা
হাসিতে দাত কেলে
নেতারা তো রাজনীতি করে
টাকার লাগিয়া হায়
সাধারন জনগণ কেন সেথা
লুংগি তুলে দাড়ায়
হায়রে হায় বোকা সোকা লোক
সাধারন জনগণ
নেতাদের পা টিপিতে টিপিতে
কবে যে দিবি জান।।
নেতা নেতা করে চাকু, বটি নিয়ে
ছুটেছিস যার পিছু
কালকে সে নেতা হলে
দেখাবে তোমায় কচু।।
মুজিবের মত সাধারনের নেতা
যদি হতে পার
নতজানু হইয়া কুরনিশ করি
মানবতার পথ ধরো।।