জানো সুখ আমার কলম থেকে আর কবিতা আসে না
বুকের বাম পাসে তীব্র যন্ত্রণা
শূন্যতার এক বিশাল গর্ত
ব্ল্যাক হোলের মত, মারিয়ানা ট্রেঞ্চের মত
অসীম গভীরতায়, তীব্র অমানিশা।
কলমের কালি ফুঁড়িয়ে যায়, চোখের অশু ফুঁড়ায় না
রক্ত আর অশ্রুর  ক্ষারীয় ক্ষারতা বিজ্ঞানীরা হিসাব করে  
আমি হিসাব করি অশ্রুর আধিক্যতা আর অতিশায়ন॥  
রক্তের শেষ আছে, এর লালে রঙ্গিন করা যায় ডায়েরীর পাতা, কবিতার পরতে পরতে রক্ত আলপনা আঁকে
অশ্রু দিয়ে কবিতা হয় না
শুকিয়ে শুধু ছোপ ছোপ দাগ হয়
রক্তের মত প্রগাঢ় নয় ॥
দলা দলা রক্ত কবিতার সৌন্দর্য
অশ্রুর সাগরে কবিতা হয় না
সুখ হয় না, ফুটিয়ে তোলে না কবিকে মানুষের কাছে
অশ্রুর সাথে  শুধু কবির প্রেম  
নিশ্চুপ, নির্ভেজাল, কোলাহলহীন ভালোবাসা