এ কেমন গোলক ধাধায় তোমারে ভুলিয়া
দুনিয়ার মোহে মত্ত আমি
করিতেছি শত পাপ
অন্তরে আসে না ভয়
ওপারেতে কি জানি কি হয়।।
সাধের এ জীবন বায়ু
নিমেষে উড়িয়া গেলে
নিথরও ফর্সা দেহ
হারাবে সকল মোহ।।
মাটিরও বদ্ধ ঘরে
পোকায় কি খাবে মোরে??
মুনকার, নাকির করিলে জিজ্ঞাসা
কি করিয়াছো ভবে
বানাইয়াছিলে কারে রব দুনিয়ার মাঝে।।
অর্থ কামাতে গিয়ে ছিল কি মনে
খোদার কথা
নাকি দিনে দুপুরে
মানুষেরে দিয়াছো ধোকা।।
দুনিয়াতে করিয়াছো সুখ
আখিরাতে পাবে না কিছু
শাস্তি ছারিবেনা পিছু।।


রক্ত মাংসের আমার এ দেহ
আগুনে দিওনা প্রভু
করিবোনা পাপ আর কভু
সত্যের পথে চালাও আমারে।।


অপরাধী আমি তবু জানি
ভালোবাসো মোরে।।
রাসুলের দেখা যেন
স্বপনে মেলে
মরনের সময় কালেমা
জ্ববানে থাকে।।।