সাম্য আমি, সাম্য খুজছি
সাম্য আমি কোথায় পাই
মানুষে মানুষে নয় ভেদাভেদ
সাম্য আমি, সাম্য চাই।।
হো হোহোহো, লা লালালা।।
কাজতো মোরা সমানই করি
কেউ কম কেউ বেশি
বেতন পাওয়ার সময় কেনগো
আকাশ পাতাল ফাঁকি
দেও তারে তুমি উজাড় করে
জ্ঞানী-দামি যে জন
আমার জন্য চাচ্ছি আমি
দু বেলা দু মুঠো ত্রাণ
সাম্য আমি, সাম্য খুজছি
সাম্য আমি কোথায় পাই
মানুষে মানুষে নয় ভেদাভেদ
সাম্য আমি, সাম্য চাই।।
হো হোহোহো, লা লালালা।।
তাধিন তাধিন তাধিন ধিন
ধিন ধিন ধিন তা।।
বনে বাদারে গাছ দেখেছ কি
কি ভাবে বড় হয়
বড় গাছগুলো তড়তড়ে বাড়ে
ছোটদের হয় ক্ষয়
মানুষ কেনগো পশু পাখি হবে
চরম স্বার্থপর।।
মানুষ ভাইয়ের রক্ত চুষে
পিপাসার নিবারণ।।
সাম্য আমি, সাম্য খুজছি
সাম্য আমি কোথায় পাই
মানুষে মানুষে নয় ভেদাভেদ
সাম্য আমি, সাম্য চাই।।
হো হোহোহো, লা লালালা।।
কৃষক আমি ধান পাট বেচি
বিভিন্ন সিজন।।
দাম শুনে ওগো চোখের অশ্রু
মানেনা সংবরণ।
সাম্য আমি, সাম্য খুজছি
সাম্য আমি কোথায় পাই
মানুষে মানুষে নয় ভেদাভেদ
সাম্য আমি, সাম্য চাই।।
হো হোহোহো, লা লালালা।।
ডাক্তাররা দেখনা ভাই
লাখ লাখ টাকা পায়
মোর বাছার আহাজারি শুনে
তবু থাকে নির্দয়।।
মোর ছেলে মেয়ের অসুখ হলে তাই
খাওয়াই কুইনন।
অ্যান্টিবটি খাওয়াতে গেলে
সুদে ঋণ প্রয়োজন।।
সাম্য আমি, সাম্য খুজছি
সাম্য আমি কোথায় পাই
মানুষে মানুষে নয় ভেদাভেদ
সাম্য আমি, সাম্য চাই।।
সাম্য হোহো সাম্য
সাম্য, সাম্য, সাম্য, সাম্য।।