আজ পহেলা বসন্তে
ললনা তুমি সেজেছো নতুন সাজে
তোমার খোঁপায় রক্তিম পলাশ, চাঁপা
উন্মুখ দৃষ্টি মেলে
কাকে কাছে টানে
ভালোবাসার মোহে কার দৃষ্টি করে আকর্ষণ
শিমুলের অল্প পাতার ফাঁকে
তাহারি লাখ কোটি কলি
দিন দিন রং রুপের
আমূল পরিবর্তন আনে
যেন তোমারই ছলনার কৌশল
মৃদু বাতাসের হল্কায়
তোমার চুলের অপূর্ব নৃত্য
মন কারে কোন অভাগার
তুমি ফুলের সুবাস নিয়ে মোর কাছে এসে
শেষে দিলে বসন্ত রোগের ক্ষত, বেদনা
যন্ত্রণার ক্রন্দ্রন ধ্বনি।।
আমি তো পুষ্প নই
নই গুছ করবী
যে বসন্ত দিনে মধু আনে বুকে
তবু তুমি ভ্রমর গুঞ্জন তুলে
মোর কাছে এলে
ছলনায় মধু খোঁজে
নিস্তব্ধ, রিক্ত করে মোরে
কিবা পেলে মজা
তোমার আজ তবু বসন্ত বেলা।।
তোমার পাসে মায়াবী ভ্রমর
কত ছলাকলায়
তোমাকে কাছে টানে
ভরে তোলে তোমার জীবন
শত আনন্দ, বিনোদনে
তাই সখী আজ তোমার ফাগুণ
আমার বুকে তুষের আগুন।।