শশুর বাড়ি চললুম ফিরে,
ছেড়ে বাপের ঘর;
লক্ষী সুরু কেতো
- বাবা আলের পথটি ধর।
গণেশ আমার দুস্টু ছেলে
- খালি মা মা করে।
দুদণ্ড হাঁটার ফুরসৎ নেই
- কেবলই কোলে চড়ে।
তোর বাবা নাকি ধরেছে ভাঙ;
সিদ্ধি গাজা চরস?
কতদিন পর এলুম ঘরে
পেরিয়ে একটি বরস।
সইলো না তর স্বামীর আমার
- তিনটি দিনের তরে
মা মা রবে নন্দী চেঁচায়
- বিল্ব তলের পরে।
আবার আসবো আগামীতে
এবার তবে আসি
চোখের জলে দিওনা বিদায়
- ওগো মর্তবাসী
আসা যাওয়া সময় চক্রে
- মেদিনী পরিক্রমন,
এ যাওয়ার নাম
সুবিদিত ধরায় বিজয়াগমন।