অচেনা সব ইচ্ছে গুলো
দু-চোখে কি রং ছড়াল
চির চেনা যা ছিল কালও!
সবি লাগে আজ অচেনা-
ও সজনা...সজনা... ও সজনা !


এই দিন, খুব রঙ্গিন
শুধু বাঁচতে বলে...
যা গেছে; হারিয়ে
কাল খেলার ছলে
আজকে শুধুই খুশি, নতুন আশা-
বে-রঙ্গীন জীবনে জাগে ভালোবাসা।
সজনা... তুমিই বাঁচার প্রেরণা
সজনা... ধরে হাত'টা ছেড়ো না।


জীবনটা ছিল ঊষর এক মরুভূমি
প্রেমের জোয়ারে ভাসালে আমায় তুমি!
বুকেতে জাগে ভয়; মনেতে সংশয়-
সইবে কি এতো সুখ; এ পোড়া কপালে হায়?
ইচ্ছেরা তবু আসমানী রঙে, কোনো অজানা টানে আমাকে ভাসায়!
সজনা... তুমিই বাঁচার প্রেরণা
সজনা... ধরে হাত'টা ছেড়ো না।


অচেনা সব ইচ্ছে গুলো,
দু চোখে কি রং ছড়াল!
চির চেনা যা ছিল কালও
সবি লাগে আজ অচেনা-
ও সজনা...সজনা...সজনা 