ছেলেটির ফেলে যাওয়া পথ চেয়ে রয় রূপা।
অধীর হয়ে বসে রয়- চোখ তার কাঁপা কাঁপা।
নাহি ক্লান্তি চাহনিতে তার, নাহি কোনো অবসাদ।
একদিন যে আসবে সে- তাই পথপ্রান্তে হয়ে রয় উন্মাদ।

বাধা হবো না গো আমি তোমাদের মিলনপথে,
তোমাকে দেখে সুখী, হবো আমি খুশি-
                         অজানা উদ্দেশ্যে চড়বো আপন রথে।।