বৃষ্টিতে ভিজেছি; রোদে পুড়েছি
কর্দমাক্ত পিছল পথে হেঁটেছি,
গা ছম-ছম অন্ধকারেও চলেছি,
লন্ঠন-কুপির স্বল্প আলোয়
নিত্য কর্ম সমাপন করেছি।
যানবাহনের প্রাচুর্য না থাকায়
হেঁটেছি মাইলের পর মাইল,
গ্রীষ্মের প্রখর তাপে
পার হয়েছে অনেক দিন-রাত,
তবুও খুব একটা ক্লান্তি
অনুভবে আসেনি প্রায়শঃই।
তখন মানুষে মানুষে হৃদ্যতা ছিল,
প্রশান্ত মনের অধিকারী ছিলেন
প্রায় সকল মানুষই!
অথচ বর্তমানে-
এত সুযোগ সুবিধা স্বত্বেও
মানুষে মানুষে দূরত্ববোধে
কেন হতাশ হতে হয় বারংবার!


ঢাকা
২৭-১২-২০১৬