রচনা কাল – ৩১-০৭-২০১৪


সাপ্তাহিক ছুটি এবং পর্বপোলক্ষে ছুটি হোলে
খুশীতে ঘুমানোর কথা ভুলেই যেতাম,
অবশ্য সেসব ছাত্রাবস্থার কথা।
সরকারী চাকুরে ছিলাম তিরিশ বছর,
কাঙ্ক্ষিত ছুটি মিললে শুরুর দিন থেকেই
গুণতে শুরু করে দিতাম কত দিন-ক্ষণ গেল।
লম্বা ছুটি পেলেও অভ্যাস মত এক দুই তিন
এভাবে হিসেব রাখতাম এবং
এক সময় শেষ হয়ে যেত সেই ছুটি।
মনে হতো কখন শুরু হয়ে তা শেষও হলো!
এরপর এল অবসরের পালা-
অবসরের পর ঘুমাবো, চলবো ইচ্ছেমত,
কিন্তু বাস্তবে সে ইচ্ছা থাকলোনা একদম।
এতদিনে বুঝতে পেরেছি ছুটির যথার্থ অর্থ,
আর সেটা ধরার পাট চুকানো।
এ ছুটির অপেক্ষা না করলেও তা আসবেই,
আর সেটাই তো আসল ছুটি!