রচনা কালঃ- ৩১-০৮-১৯৭৩।


বসন্তের সমারোহে আগমন হয় অনেক সুধীবৃন্দের,
যারা চায় সাময়িক কল্যাণ।
শেষ হলে সেই সমারোহ
কোথায় যেন হারিয়ে যায় তারা,
অনেক চেষ্টায়ও মেলেনা তাদের সন্ধান।
বসন্তে যৌবনের সে কি পূর্ণ বিকাশ!
তাদের কোলাহলে মুখর হয় চারদিক
দিক দিগন্ত হতে প্রতিধ্বনি উঠে তাদের আনন্দের!
গত হলে সেই মোহময়ী দিন
আর মেলেনা কারো সন্ধান।
সত্যি সে মনোরম দিনে শোনা যায়
কতই না বিজয়োল্লাস।
তারই কবলে পড়ে অনেকেই হয়ে যায় পথহারা
হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব।
আমরা সবাই চাই শান্তি,
যা মানবের, যা আত্মার, যা কল্যাণের!