রচনাকালঃ ০১-০৪-২০১১


এতদিন পর হঠাৎ কেন যেন মনে হলো
কখনো কোন লক্ষ্য নিয়ে এগুইনি কোনদিন।
শৈশবের কথা আবছা মনে পড়ে;
কখন সকাল হবে,
তারপর দিন শেষে রাত্রি নামবে।
হ্যারিকেনের স্বল্প আলোয়
আলো-আঁধারির খেলা,
এভাবেই কেটেছে শৈশব-কৈশোর।
অতঃপর মুহূর্ত মুহূর্ত করে
কেটে গেছে বহু দিন-বছর
এবং কয়েক যুগ।
কিন্তু উল্লেখযোগ্য কোন কিছুই ঘটেনি;
কারণ লক্ষ্যবিহীন এগিয়েছি সর্বদা,
এখনো সেই লক্ষ্যবিহীন চলছি একাকী।
তারপর কখন পরপারে
জমাবো পাড়ি তাও অজানা।
অতএব ফলাফল সেই
অজানাই রয়ে গেল,
এবং এভাবেই নিভে যাবে
জীবনের সব আলো।