রচনাকালঃ  ০২-০৯-২০১৪


দিন-কাল যাচ্ছে কেটে বাড়ছে শুধু বেলা
কেমন নিয়ম জগত জুড়ে জীবন-মরণ খেলা।
সাঙ্গ হবে সকল খেলা মরণ এসে গেলে
যশ, অর্থ সকল কিছুই যেতে হবে ফেলে।
কি বলতে কি যে বলি বুঝিনাতো কিছু
লোভ-লালসা, গর্ব এসব ছাড়ছেনাকো পিছু।
মনে মনে অনেক বলি ভাল হয়ে যাব
পরক্ষণেই ভুলে বলি, ক্ষুধায় কাতর; খাব!
সামনে এলে সবই আমি গোগ্রাসে গিলি
ন্যায় অন্যায় না জেনেই তা হজম করে ফেলি।
মরণ এলে সবই যখন যেতে হবে ফেলে
এমনি করে বাকী সময় যায় যদি যাক চলে।