সন্ত্রাসী তার স্বার্থের তরে
অনায়াসে হত্যা করছে মানুষ,
কারণ তার বিবেক বলতে কিছুই নেই।
তারও তো প্রিয়জন আছে, নাকি নেই?
রাস্তায় বের হলেই প্রাণহানির আশংকা,
প্রতিদিন মরছে অনেক মানুষ সড়ক দুর্ঘটনায়।
মনে হয় দ্বিগুণ উৎসাহ নিয়ে
এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা প্রতিনিয়ত,
কারণ জবাবদিহিতার ধারেনাকো ধার।
বিভিন্ন মাধ্যমে জানা যায়-
শান্তি শৃঙ্খলায় নিয়োজিত যারা;
রয়েছে এমন অনেকে তাদের মাঝেও,
যারা নিরীহ জনগণকে
অহেতুক হয়রানি করতে পিছপা নয় মোটেও।
যারা সন্ত্রাসী; বেপরোয়া গাড়ি চালক,
এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত থেকে;
কিছু সংখ্যক সদস্য যারা ঘটাচ্ছে বিশৃঙ্খলা
তাদের কাছে রইলো জিজ্ঞাসা-
তাদের কোন আত্মীয় স্বজন কি
কোন বিপদাপদ থেকে সুরক্ষিত?
অতঃপর এভাবে চলতে থাকলে
ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে বার বার।
মানুষের জীবন তো একটাই,
আর তাই সময় নষ্ট নয় আর।
যার যার দায়িত্ত পালন করে
গড়ে তুলি সুন্দর সমৃদ্ধ সমাজ!