পদ্মা নদীতে ইলিশের তখনকার দিনে প্রাচুর্য থাকলেও
কেনার সামর্থ্য ছিল কম মানুষেরই!
তেমনি আমার পাশের গ্রামের একজন করাতী;
যিনি কাঠ চেরাইয়ের কাজ করে যৎসামান্য
আয়ে সংসার চালাতে হিমসিম খেতেন,
এবং অভাব ছিল তার নিত্য সঙ্গী।
সে সময় কলেরা রোগ হলে
দু-একজন ভাগ্য গুণে বেঁচে যেতেন।
ওই মরণ রোগের ভয়ে অনেকেই
একেবারেই বন্ধ করে দিতেন ইলিশ খাওয়া।
অথচ ওই করাতী বিনা পয়সায়
অনেক ইলিশ খেতেন।
অনেকেই তাকে বারণ করলেও;
তিনি দীর্ঘশ্বাস ফেলে উদাস নয়ণে বলতেন,
আমার তো মৃত্যুই চাই।
কিন্তু মরণ যে আমায় গ্রহণ করেনা!
(সত্য ঘটনা)


২৪-০৭-২০১৬
ঢাকা