স্নিগ্ধ রোদ মাখা উদীয়মান সকাল
ফুরফুরে মেজাজে চপলা মেঘগুলো
বাতাসের হাত ধরে উড়ছিলো আপন খেয়ালে
রঙিন পাখিরা ডানা ঝাপটিয়ে
ছুটছিলো পাল্লা দিয়ে নিজ নিজ পথে।
মাঝে মধ্যে অনুভব করছিলো
মেঘমালার হিমেল পরশ ।
প্রকৃতি তার সন্তানদের নিয়ে
সুখদুখ খেলছিলো নিয়ম মাফিক...
নীলাকাশ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে
হৃদয় অদল বদল করে
ভালবাসার জোয়ারে ভাসছিলো প্রতিক্ষণ।


সহসা সবুজ বিস্ফোরিত হয়।।
লালে লাল হতে থাকে মানচিত্র ।
রক্ত নদী বইয়ে চলে নিরন্তর...।
প্রকৃতি হতবাক হয়।
গান থেমে যায়,
রাজপথ হয় নিস্তব্ধ ।
ছোট্ট শিশুটি মায়ের স্তন ছেড়ে
মুখ লুকোয়  আঁচল তলে ।
নীলাকাশ কষ্টের কালিমায়
অভিমান ভরা অভিসম্পাতে
অশ্রু ঝরাতে থাকে অনর্গল...।।


অত:পর  অপেক্ষা ...।
সব হারিয়ে ক্লান্ত আবেশে নির্মল হাসি ...