বিশ্বাস করি না আমি-
তোমার দেহ মন এবং যা আছে সব
সবকিছু শুধু আমারই জন্য।।
অলি গলি, রাস্তা ঘাট এবং
সারা বিশ্ব ঘেঁটে দেখেছি, শিখেছি
প্রাধান্য পেয়েছে নিজস্ব স্বত্তার-সর্বক্ষেত্রেই...


এই তুমি, আমার যত যা আছে গুণকীর্তন,
সব কিছুই সুগন্ধি আকারে ছড়িয়েছো
চারিপাশে সর্বত্র ।
কারণ-আমাকে তোমার ভাললাগা
শুধু তোমারই জন্য...


আমি বিশ্বাস করিনা- স্বর্গে গিয়েও
স্বস্তি নেই তোমার।
আবেগ তাড়িত মাদকতার নেশায় চূড় হয়ে
তোমাকেও বলেছি হয়তোবা অনেক দিন-
ভালবাসি তোমায় খুব বেশী-
যেখানে আমার এ জীবন অতি তুচ্ছ।
কিন্তু বিশ্বাস করিনি এখনও...


এই আমি- যেখানে তোমার চাওয়া পাওয়ার
সবটাই খুঁজেছো আমাতে -
হয়তো পেয়েছো সবটাই কিংবা কিছু কম ।
তাইতো তোমার ভালবাসা আমায় ছুইয়েছে ।
তবুও বিশ্বাস করি না-
নিজের চেয়েও তোমার প্রিয় -এই আমি...।