আহারে বিহারে সবকিছু এক এবং একই রকম।
প্রজনন, বংশবিস্তার, মৃত্যু সবটাই সমধাচের।
হৃদয়ের রক্তস্রোতেও একই উজান ভাটি
রংয়েরও অদ্ভুদ মিল।
তবুও কেবল ধমণীর মিথ্যে বড়াই..!?


কামনা, বাসনা, আকুতি, অশ্রু সবটাই এক।
হেঁটে চলা, কথা বলা এমন কি
রেগে যাবার ধরণেও অভিন্নতা প্রবল।
অদ্ভুদ এবং ভিন্নতর কেবল খোলসের বাহার।


ধর্ম, বর্ণ, গোত্র, সম্পদ এবং
ভারসাম্যহীন পশুশক্তির হিংস্রতায়-
অভিন্নতার এতকিছু নিমিষেই
বিস্ফোরিত হয় আত্মাবাহী শরীরে-
এবং  অত:পর বহমান স্রোতধারা....