চুরি হবে ভেবে
আলোকে বুকে আঁকড়ে ধরে
অমানিশায় চন্দ্র হাটে,
সূর্য্যকে হাতছানি দেয়।


বাঁচার আকুল আকুতিকে
প্রহসন করে সূর্য !?
ভাবে -প্রদেয় আলোটুকু কেড়ে
নেবার এইতো সময় !


রহস্যময় হাসিতে সূর্য
হাত বাড়িয়ে দেয়,
বুকে জড়িয়ে নেয় ।


চন্দ্রের আনন্দাশ্রু নির্গত হয়।
আর সে সঙ্গে-
বিলীন হয়ে যায় নিজের অস্তিত্ব...!?