ইচ্ছে হয় এক ফুৎকারে
চেপে রাখা আগুন টুকু জ্বালিয়ে
ছড়িয়ে দিই লোকালয়ে,
দাবানল হয়ে জ্বলে উঠুক
রক্তচক্ষু কিংবা পুঁজিবাদের স্বর্গ।


ইচ্ছে হয় এক চিৎকারে
কেয়ামত ঘটিয়ে দিই-
ঘুনে ভরা সামাজিকতার সিঁড়িতে,
টুকরো টুকরো হয়ে ধ্বসে পড়ুক
সিঁড়ির এক একটি ধাপ।


ইচ্ছে হয় বেঁচে থাকি,
অর্থলোভী পিচাশদের
দেহগুলো টুকরো টুকরো করে
খাদ্য বানিয়ে
নিভিয়ে দিই ক্ষুধার আগুন।