ইচ্ছেটা খুব স্বার্থবাদী !
ইচ্ছে মতো এগিয়ে চলে,
প্রাপ্তিটাকে আঁকড়ে ধরে
ইচ্ছে মতো সাঁতরে চলে।


চলার পথে বাধা পেলে
মনটা ভীষণ খারাপ করে,
নির্জনতার পথটি বেয়ে
চুপি চুপি কেঁদে মরে।


উল্টো পাল্টা কাজের মানে
ইচ্ছে পুরণ করা
ইচ্ছে মাফিক ইচ্ছে মতো
ইচ্ছের জীবন গড়া ।


ইচ্ছেটাতে নেইকো লিমিট
সব ভালো তার চাই
ক্লান্তি বিহীন ছুটে চলা
ইচ্ছে পূরণে তাই!



ইচ্ছে মতো ইচ্ছে পূরন
সব ইচ্ছেরই চাওয়া,
সব ইচ্ছেই হয় না পূরন
সব হয় না পাওয়া।