জীবন ক্ষয়ে ক্ষয়ে শেষাবধি
পৌঁছে যায় অতলান্তে
আকাঙ্খা অসমাপ্তি রেখেই...
আসলে আমরা অতৃপ্ত সবাই !


ভাললাগা কিংবা ভালবাসা
সেটা খোঁজে র্স্বাথাণ্বেষী
চোখ এবং মন।
চোখ কিংবা মন
লক্ষ্য একটাই--
ইচ্ছা মাফিক প্রাপ্তি ।


নদী, নৌকা, সবুজ ক্ষেত
সুখানুভুতি, পরিতৃপ্তি
প্রাপ্ত সবটাই ঐশ্বরিক
বিনিময়-অকৃজ্ঞতা,
সচেতনে ভুলে থাকা
অন্ধ সেজে এড়িয়ে যাওয়া
এবং আমৃত্যু নিজেকে
সবচে বেশী ভালবাসা....