আমরা অশুদ্ধ হয়ে যাচ্ছি বারবার
চোখ বন্ধ রেখে,
আলোকে অন্ধ করে,
দিনকে রাতে গড়িয়ে,
জোস্নাকে আঁধার ভেবে...
এভাবে সচলকে অচল বানিয়ে,
জীবনের অপমৃত্যু ঘটিয়ে
প্রতিনিয়ত নিজেদের উৎসর্গ করি
কাঙ্খিত নর্দমায়।


তারপর চতুষ্পদে হেটে বেড়াই,
বিষ্টা ছড়াই...
পরিবেশ গড়ি মহানন্দে  !


আমাদের বিশুদ্ধতা প্রয়োজন।
সমস্ত আবরন ফেলে
আসুন-
নগ্নতার গহীন অরণ্যে
অবগাহন শেষ অন্ত:ত-
একটিবার প্রতিবিম্বে চোখ রাখতে
দু'পায়ে ভর করে দাড়াই....