অন্ধকার, নির্জনতা আর তুমি একীভূত হতেই
আমার  আমাতে এক অন্যরকম  অনুভূতি সৃষ্টি হয় ।
সমগ্র পৃথিবীতে ভু-কম্পন শুরু হয়ে যায়।
আলোড়িত হতে থাকে বৃক্ষ-লতা, পাহাড়-নদী।
আমার আমিকে তখন নির্দ্বিধায় ভুলে যেতে থাকি ।
এক সময় হারিয়ে ফেলি নিজস্ব স্বত্তা ।


আমি এক অন্যরকম আমি হয়ে যাই।
সংরক্ষিত বিবেক, লজ্জা ভয়, জ্ঞান
এক এক করে সবকিছু বিলুপ্ত হতে থাকে,
এক অশরিরী আত্মা ভর করে আমাতে।
বিবেক , মন, চেতনা আবিষ্ট হয়ে যায়
এরপর..........


তাই বড্ড হয়- আমার এই আমিকে হারাতে...