ইদানীং চেনা সব কিছুই বড্ড অচেনা মনে হয়।
স্বাধীনতার স্বপ্ন বীজ পুঁতেছিলাম সেই কবে...
কাঙ্ক্ষিত স্বপ্নের আশায়।


মাঝখানে দীর্ঘ এক সময়,
সুখ স্বপ্নেরা ঘুরে বেড়াত প্রজাপতি হয়ে
আর অপেক্ষা করতো সময়ের হাত ধরে-
প্রত্যাশিত  ক্ষণটির।


অত পর প্রত্যয়ের সাগরে রক্তের জোয়ার এলো,
এগিয়ে চললো রক্তমাখা লাশের মিছিল
সে সঙ্গে বীরাঙ্গনার ঘৃনামাখা চিৎকার-
আর কি চাই?


অবশেষে অঙ্কুরোদ্গম ঘটলো
কাঙ্ক্ষিত স্বপ্নের-
একটি স্বাধীন স্বত্তার,
একটি চারার।


অথচ এতদিনেও সেই বৃক্ষে
এখনো আসেনি বসন্ত,
ফোটেনি ফুল, ফলে নি ফসল...!.
কাঙ্ক্ষিত স্বপ্নেরা কেঁদে ফেরে আজও......