বাঙাল মুলুকে জুড়ে বসা
ভিনভাষী অবিবেচক রাজার
এক নায়ক তান্ত্রিক দীর্ঘ প্রহসন !
শাসনে সীমাহীন শোষন !?


সময়ের নিষ্ঠুর মহা উল্লাস !
ঘরে ঘরে হা হুতাস এবং
হিসেবে বিয়োজন অবিরত
যেন নিজ দেশে পরবাসী....!


ঘর গেরস্ত শুণ্য হওয়া
এবং লুটেরাদের স্বপ্ন পূরণ...
বাঁচার তাগিদে ক্ষুব্ধ প্রতিবাদ!
শেকলবন্ধী কিংবা লাঠি চার্জ।


পিঠে ঠাসা ক্রন্দনরত দেয়াল
বঙ্গভুমে বাঙালীর চেতনার হুন্কার !
নেতৃত্বে দন্ডায়মান প্রতিবাদী সিংহপুরুষ
তারপর কোটি জনতার একত্রীকরন...


অত:পর ন’মাসের লম্বা রক্তিম পথ !
মৃত্যুর সাথে হাত মেলানো,
মায়া মমতার নির্বাসন,
রক্তমাখা লাশের নিষ্ঠুর জড়াজড়ি..


বীরাঙ্গনা মা-বোনের আর্ত চিৎকার
ত্রিশ লক্ষ শহীদানের আত্মত্যাগ
লাল-সবুজের স্বপ্ন পুরব এবং
অবশেষে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ
স্বাধীন স্বদেশ লাল সবুজের বাংলাদেশ  ।