ইদানীং চেনা সব কিছুই
বড্ড অচেনা মনে হয় !
অতি চেনা নিজেকেও চিনতে চিনতে
অজানাই থেকে গেছে আজও…..!


স্বাধীনতার স্বপ্ন বীজ পুঁতেছিলাম
সেই কবে…..
কাঙ্খিত স্বপ্নের আশায়..।


সুখ-স্বপ্নেরা ঘুরে বেড়াতো
আর অপেক্ষা করতো
সময়ের হাত ধরে
প্রত্যাশিত ক্ষণটির..।
মাঝখানে র্দীঘ এক সময়....


অত:পর প্রত্যয়ের সাগরে
রক্তের জোয়ার এলো।
এগিয়ে চললো লক্ষ লক্ষ শহীদের
রক্তাক্ত মিছিল,
সে-সঙ্গে বীরাঙ্গনাদের ঘৃণা ভরা শ্লোগান-
’আর কি চাই..!?’


অবশেষে অন্কুরোদগম ঘটলো
কাঙ্খিত স্বপ্নের-
একটি স্বাধীন সত্ত্বার- একটি চারার।


অথচ বয়সী সেই বৃক্ষে
বসন্ত আসে নি এখনও
ফোটে নি ফুল,
ফলে নি ফসল…
কাঙ্ক্ষিত স্বপ্নেরা কেঁদে ফেরে আজ ও…..